কুতুবদিয়া দোকানে হামলা ভাংচুর, মালামাল ও টাকা লুট: আহত এক
কুতুবদিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নে আনু হাজীর পাড়া এলাকায় মহিউদ্দিনের চায়ের দোকানে হামলা ও ভাংচুর চালিয়েছে কিশোরগ্যাং সদস্যরা। এসময় তারা ওই দোকানের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ভাংচুরে লুটপাটের তান্ডব চালায়। বাঁধা দেওয়ায় একই এলাকার মৃত ছালেহ আহদের পুত্র নুরুল আবছারের উপর হামলা চালায়। স্থানীয়রা আহত নুরুল আবছারকে উদ্বার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় দোকান মালিক মহিউদ্দিনের বড় ভাই আবদুল আলীম কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সবাই যখন নামাজ পড়ার জন্য মসজিদে যায় তখন পরান সিকদার পাড়া মৃত কাইছারের পুত্র মাদকাসক্ত মোঃ শামীম(১৮), মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র মাদকাসক্ত মোঃ আজমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন দোকানে হামলা করে মালামাল, নগদ সাড়ে ২৭ হাজার টাকা, একটি মোবাইল সেট নিয়ে যায়, এসময় নুরুল আবছার বাধা দিলে তার উপর হামলা করা হয়।
হামলাকারীরা হলেন পরান সিকদার পাড়া এলাকার মৃত কাইছারের পুত্র মোঃ শামীম, জাহাঙ্গীরের পুত্র মোঃ আজম,মোঃ ফরিদের পুত্র মোঃ রবিউল হোসেন, মোঃ হোসেনের পুত্র মোঃ হাকীম ও মোঃ শামীম, আবুল হোসেনের পুত্র মোঃ মোরশেদ আলম,আবুল কালামের পুত্র মিনহাজ,মোঃ আরিফের পুত্র মোঃ আশেক,মোঃ আশরাফুল হক,মোঃ সাজ্জাদ এরা সবাই কিশোর গ্যাং সদস্য বলে জানা গেছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, দোকানে হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।