বাঁশখালীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত এক

চট্টগ্রামের বাঁশখালী-পেকুয়া সংযোগ আঞ্চলিক সড়কে বাঁশখালী অংশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. আকিব উদ্দিন আল-হাসান (২৪) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। একই সাথে ওই মোটরসাইকেল আরোহী মো. মানিক (২৩) নামে আরেকজন গুরুতর আহত হয়ে চমেক-এ চিকিৎসাধিন রয়েছেন।

এ ঘটনায় নিহত আকিব উদ্দিন আল-হাসান বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মেহের আলী বাড়ীর নজরুল ইসলামের পুত্র। তিনি চট্টগ্রাম সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মেধাবি শিক্ষার্থী ও উপজেলার মিয়ার বাজারস্থ হাশিম ওভারশীজ এর ব্যবস্থাপনা পরিচালক। একই ঘটনায় গুরুতর আহত মো. মানিক তার বন্ধু।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নাপোড়া বাজার এর উত্তর পাশে ব্রীজের দক্ষিণ প্রান্তে অন্য একটি গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘মো. আকিব চলতি মাসের ২৫ তারিখ হজ্বে যাওয়ার প্রস্তুতি নিয়ে তার হজ্ব কাফেলার লোকজনদের সাথে দেখা করতে বাঁশখালীর সীমান্তবর্তী টেইটং এলাকায় রওয়ানা দেন। পথিমধ্যে তাদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গেলে নাপোড়া বাজারের উত্তর পাশে ব্রীজ সংলগ্ন এলাকায় মারাত্মক দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাস্থল থেকে লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় চাম্বলস্থ বাঁশখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তাদেরকে।

বাঁশখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. মুমিনুল হক জানান, ‘সড়ক দুর্ঘটনায় আকিব গুরুতর আহত হয়। তার মুখের বাম পাশের পুরোটা ভেঙ্গে গেছে। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা অাশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক প্রেরণ করা হয়েছে।’

চমেক হাসপাতালে আকিবের সাথে থাকা তার বড় ভাই আব্দুল মালেক জানান, ‘ভাইকে চমেক নিয়ে আসি। অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার সময় তার মৃত্যু হয়েছে বলে জানান চমেকে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক।

আরও পড়ুন