কুতুবদিয়া উপজেলা পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
জনসাধারণের পুষ্টি চাহিদা পুরণ করে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে কুতুবদিয়া উপজেলা পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন আবদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার বিউটি, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আল আযাদ, কুতুবদিয়া থানার উপপরিদর্শক মোঃ রায়হান উদ্দিন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, পুষ্টি সমৃদ্ধ মেধাবী জাতি গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে জনসাধারণের পুষ্টি নিশ্চিত করার ধারা সংযোজন করেন। পরবর্তীতে গঠিত হয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মত প্রতিষ্ঠান। জনগনের পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ ও পুষ্টিমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এর অন্যতম একটি লক্ষ্য হচ্ছে, ‘দারিদ্র্য নির্মূল, খাদ্য নিরাপত্তা অর্জন ও উন্নত পুষ্টি নিশ্চিত করা এবং টেকসই কৃষি এগিয়ে নেয়া’ । ২০২৫ সাল নাগাদ পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বতা ও কৃশতাসহ সব ধরনের অপুষ্টি দূরীকরণ এবং কিশোরী, গর্ভবর্তী “স্তন্যদায়ী মা ও বয়স্ক নাগরিকের পুষ্টি চাহিদা পূরণের জন্য আন্তর্জাতিকভাবে সহমতে পৌঁছানো অন্যতম লক্ষ্যমাত্রা ।
এতে আরও উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি অফিসের প্রতিনিধি , শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক,বিভিন্ন এনজিওর প্রতিনিধি প্রমুখ।