হালদা নদীর মাটিতে ইট তৈরী, শান্তি ব্রিকসকে ২লক্ষ টাকা জরিমানা
চট্টগ্রামের রাউজানে হালদা নদীর শাখা খাল থেকে মাটি কেটে ইট তৈরির অপরাধে শান্তি ব্রিকসের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে উরকিরচর ইউনিয়নের পশ্চিম আবুরখীলে হালদা নদীর শাখা খাল থেকে মাটি কেটে ইট তৈরির সত্যতা পাওয়া যায়। পরে শান্তি ব্রিকসের মালিক হিরণময় বড়ুয়াকে ২লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার বলেন, আমরা জানতে পেরেছি উরকিরচর ইউনিয়নের শান্তি ব্রিকস হালদা নদীর শাখা খাল থেকে মাটি থেকে ইট তৈরি করছে। আজ অভিযানে বিষয়টির সত্যতা পায়। পরে শান্তি ব্রিকসের মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারার অপরাধে ১৫ ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়।