কক্সবাজারে দেখার মতো বঙ্গবন্ধুর কোন ভাস্কর্য নির্মিত হয়নি

 

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার,১৫ আগষ্ট।।

জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, বিএফইউজের সাবেক সদস্য এডভোকেট আয়াছুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সারওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমান খোকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কক্সবাজারে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত অনেক স্থান আছে। বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায় ১৪ বার কক্সবাজারে এসেছেন। কিন্তু স্মৃতি ধরে রাখার মতো একটি ভাস্কর্যও এখানে নির্মিত করা হয়নি।অনেক বড় বড় নেতারা এসেছেন তারা শুধু গল্প শুনিয়ে গেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কক্সবাজার একের পর এক উন্নয়ন হচ্ছে। বর্তমানে কক্সবাজারে সাড়ে ৩ লাখ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে। এসব কাজ সম্পুর্ন হলে বিশ্ববাসী কক্সবাজারকে দেখবে ভিন্নরুপে। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আপনজনেরাই সেদিন বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। এজন্য দলের ভিতরে যদি আগাছা থাকে তাহলে সরিয়ে দিতে হবে। না হলে পরবর্তীতে পরগাছা হয়ে জন্মাবে।

পরে প্রেসক্লাবে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন