বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে ড্রিলমেশিন নিয়ে পাকা ভবনে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মঈন উদ্দিন হাছান সাগর (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহত ওই শিক্ষার্থী বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ড এলাকার আলী মাঝির বাড়ির মাওলানা আবুল কাশেম ছিদ্দিকী এর ছোট ছেলে।
নিহত সাগর ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থী। সে বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগের দশম শ্রেণীতে অধ্যয়নরত।
সোমবার (১৫ আগস্ট) সকালে ১০টার দিকে উপজেলার চাম্বল ইউপির উত্তর চাম্বল এলাকায় একটি পাকা ভবনে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুতের শকট সার্কিটে ঘটনাস্থলেই তার মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের মামাত ভাই হাফেজ আব্দুল্লাহ্ আল মামুন বলেন- ‘সাগর পড়ালেখার পাশাপাশি ইলেকট্রিকের কাজ শিখছে। সে সুবাদে আজ চাম্বলে একটি পাকা ভবনে ইলেকট্রিকের কাজ করতে যায়। কাজের এক পর্যায়ে ড্রিলমেশিন চালনা করার সময় ধাক্কায় বিদ্যুতের বোর্ডে সটকে পড়ে যায় সে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘সাগরকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।’