শোক দিবস উদযাপনে কুতুবদিয়া আ’লীগের প্রস্তুতি সভা

কুতুবদিয়া উপজেলা আ’লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা আ’লীগের কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর।

এতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা(বি.কম), সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও আসাদৌল্লাহ চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর,উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার, মহিলা আ’লীগের সভাপতি ছৈয়দা মেহেরুন্নেছা, উত্তর ধূরুং ইউনিয়ন আ’লীগের সভাপতি সেজাম উদ্দিন, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশা, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মীর কাশেম,উত্তর ধূরুং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম কুতুবী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বেবি আকতার সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়। ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনীমীত করণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ দারণ

ভোর ৮টা খতমে কোরআন ও দোয়া মাহফিল
সকাল ৯ টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ১০ টায় কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও ১২ টায় গণভোজ। ১৭ তারিখ বিকাল ৪টায় ২০০৫ সালে সারা দেশের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন