জাতীয় সংসদের হুইপ সামশুল হোক চৌধুরী এমপি বলেছেন, সাংবাদিকতা মহান পেশা, এপেশাকে কলংকিত করা যাবেনা। কারো রক্তচক্ষুখে ভয় না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। না হয় সাংবাদিকতা পেশায় আসা উচিত নয়। পত্রিকার মালিককে খুশি করার জন্য পত্রিকা নয়, দেশের মানুষের সমস্যা নিয়ে লেখেন, কারো ব্যক্তিগত ক্ষতি করার জন্য সাংবাদিকতা নয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি সব চেয়ে বেশি সংবাদপত্র অনুমোদন দিয়েছি গণ মানুষের কথা বলার জন্য, ব্যবসায়ীদের জন্য নয়।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের আনোয়ারা,কর্ণফুলী,পটিয়া,বোয়ালখালী ও চন্দনাইশের ৭০ জন সাংবাদিককে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)র তিনদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ ও অনুসন্ধানী মূলক রিপোর্টর্টিং প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিশ ফুয়াদ’র সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল হাকিম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, চবি’র গণযোগাযোগ বিভাগের অধ্যাপক শহিদুল্লাহ লিপন, চবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব নন্দী, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক জিলহজ উদ্দিন নিপুন, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন, এম. নুরুল ইসলাম, শফিউল আজম, সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর,কাজী আয়শা ফারজানা প্রমুখ।