কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী এবং চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের সিটিজেন পার্কে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পাশাপাশি দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধরনের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ৫শ চারা বিতরন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচী ও চারা বিতরণে কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মোঃ ইউনুচ, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন ও আবু হাসনাত মাজেদ, কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার খাদেমুল ইসলাম, বাপা কুতুবদিয়ার সভাপতি এম শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, মাস্টার মিজানুর রহমান, ইউসুফ নবী সহ বাপা কুতুবদিয়া উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বাপা কুতুবদিয়া উপজেলার সভাপতি এম, শহীদুল ইসলাম বলেন গাছ পরিবেশের বন্ধুু। কুতুবদিয়া দ্বীপের উপকূলজুড়ে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপনের এগিয়ে আসার আহবান জানান।

পরে উপজেলার সদরের বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫শ চারা বিতরণ করেন।

আরও পড়ুন