চট্টগ্রাম জামালখান ওয়ার্ড বিএনপি’র মোমবাতি মিছিল
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই জনগণ চরম সংকটে কষ্টকর জীবন যাপন করছে। এই অবস্থার মধ্যে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি সাধারণ জনগণের জন্য মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। জনজীবন ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল-কেরোসিনের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রভাব কৃষিসহ সব কিছুর উপরে পড়বে। ইতিমধ্যে পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। সাধারণ জনগণকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। সার, জ্বালানি তেল, ভোজ্যতেল, ওষুধ ও পানির দামসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকার জনগণের পেটে লাথি মারছে। দেশকে নজিরবিহীন বিপদের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি সোমবার ( ৮ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুতের লোডশেডিং, জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২১নং জামালখান ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মোমবাতি মিছিল ও প্রতিবাদ সমাবেশ সভাপতির বক্তব্যে একথা বলেন।
জামালখান ওয়ার্ড বিএনপি নেতা দিদারুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নেতা মো. কামাল হোসেন, সৈয়দ হারুনুর রশিদ, মোহাম্মদ পেয়ারু, মো. সেলিম আলম, যুবদল নেতা দিদারুল আলম, মো. আকবর হোসেন, মো. ওমর ফারুক, নুর হোসেন, আনোয়ার হোসেন, বিএনপি নেতা শাহনেওয়াজ, কামাল উদ্দিন, আহম্মেদ শেহতাব, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল মোতালেব, মোঃ ইমরান হোসেন, মনির হোসেন, জাকির হোসেন, মোহাম্মদ বেল্লাল হোসেন প্রমুখ।