আবাসিক হোটেল থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার
উখিয়ায় অনুমোদন বিহীন আবাসিক আরফাত হোটেলে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১ দিকে আরফাত হোটেল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। সোমবার রাত ৮ টার দিকে ফ্যানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত যুবতী টেকনাফ উপজেলার হৃীলা এলাকার জিসান মিয়ার মেয়ে নুসরাত জাহান লিজা(২৩)।
আরফাত হোটেলের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, নুসরাত জাহান লিজা নামের এক যুবতী সন্ধ্যা সাড়ে ৫ দিকে ৩০৪ নং রুমটি ৩ঘন্টার জন্য বুকিং করেন। তার বোন নাকি চট্টগ্রাম থেকে কক্সবাজার নেমে উখিয়া আসলে তার সাথে বাড়িতে চলে যাবে বলে রুমটি বুকিং করেন। ৩ ঘন্টা অতিক্রম হলে মালিকপক্ষ উখিয়া থানায় বিস্তারিত জানান। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় পুলিশ এসে তার লাশ উদ্ধার করতে পারেনি। পরে পিবিআই এসে রুমের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
উখিয়া থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ দে জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে পিবিআই এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত যুবতীর মিত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।