কুতুবদিয়ায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ

কুতুবদিয়া উপজেলার বিভিন্ন হেফজখানা ও এতিমখানার সাড়ে ৪শ ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মাঝে দুপুরের এক বেলা খাবার বিতরণ করেন।

উপজেলার ওমর বিন খাত্তাব মাদ্রাসা ও এতিমখানা ৬০ জন,নূরীয়া হেফজখানা ও এতিমখানা ৩৫ জন,হাসসান ইবনে সাবিত (রাঃ) মাদ্রাসা ও এতিমখানা ১২০ জন,ফুড়ার পাড়া মদিনাতুল উলুম হেফজখানায় ৫০ জন,দক্ষিণ ধূরুং হাফেজিয়া মাদ্রাসার ৪০ জন,শাহ রশিদিয়া হাফেজখানা ও এতিম খানা ৭০ জন ,নুবিয়া হেফজখানা ৫৫ জন,মহিউসুন্নাহ আবাবিয়া হাফেজখানা ৩৫ জনসহ ৪৬৫ জন ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন।

কৈয়ারবিল নূরীয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষক মৌলভী মোঃ ইসহাক বলেন, আবাম ফাউন্ডেশন সবসময় এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন, গরীব ও এতিম ছেলেরা সবসময় ভাল খাবার খেতে পারে না, আবাম ফাউন্ডেশন তাদের সে চাহিদা পূরণ করে, ছাত্ররা ভাল খাবার খেয়ে খুশি হয়ে সবার জন্য দোয়া করে।

আবাম ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ রাশেদ উল্লাহ বলেন, ফাউন্ডেশনের সভাপতি মুরাদ শামসুল আলম খানের সহযোগীতায় কুতুবদিয়াসহ বিভিন্ন উপজেলার ১ হাজার ৫শ ৯৫ জন এতিম ছাত্রদের এক বেলা খাবার বিতরণ করা হয়েছে। আবাম ফাউন্ডেশন মাদরাসার ও এতিম ছাত্রদের সবসময় সহযোগীতা করে যাব। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন