পটিয়ায় গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর হাইদগাঁও নাপিতের টেক এলাকায় নারকেল গাছ কাটতে গিয়ে মো : তোহিদ(৩৮) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সেই উত্তর হাইদগাঁও এলাকার মৃত আবুল ফজল আহমদের পুত্র।
বুধবার (৩ আগস্ট) দুপুরে দুই শ্রমিক নিয়ে নিজের ঘরের ১টি নারকেল গাছ কাটতে গিয়ে গাছের চাপা পড়ে মাথায় আঘাত পান তৌহিদ। প্রচুর রক্ষক্ষণ হলে পরিবারের লোকজন প্রথমে পটিয়া হাসপাতাল পরে অবস্থার অবনতি দেখলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তোহিদ বিগত ১৫ বৎসর যাবৎ প্রবাসে ছিলেন। তার পরিবারে বর্তমানে (১০) বৎসরের এক ছেলে এবং (৪) বৎসরের এক মেয়ে রয়েছে।
পটিয়া থানার এস আই জয়ন্ত বলেন, আমরা খবর পেয়ে নিহত যুবকের তথ্য নিশ্চিত করতে পরিবারে লোকজনের সাথে কথা বলেছি। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।