কুতুবদিয়ায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

রবিবার (৩১জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ম্যুরালটি উদ্বোধন করেন, কুতুবদিয়া-মহেশখালী সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। এসময় বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

বক্তব্যে সাংসদ বলেন, “যে জাতি তার বীরদের সম্মান দিতে জানে না, যে জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দিতে পারে না, সে জাতি জাতি হিসেবে পৃথিবীতে আগাতে পারে না।”আমাদের আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বতে স্বাধীনতা অর্জন করছিলাম। সে স্বাধীনতার অর্থবহ সুফলগুলো তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা (বি.কম),বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সভাপতি কাইমুল ইসলাম সিকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংসদ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ গ্রহণ করেন।

বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ, বিশ্ব ব্যাংক কর্তৃক সুপেয় পানির সাপ্লাই লাইনের জন্য নির্বাচিত স্থান পরিদর্শন এবং দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন