ইসলামিক ফাউ›েডশন কুতুবদিয়া উপজেলা শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কার্যালয়ে উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ ইলিয়াছ রেজার সভাপতিত্বে উক্ত মাসিক সমন্বয় সভায় মডেল কেয়ার টেকার মৌঃ মোঃ শামসুল ইসলাম, উপজেলা ওলামা লীগের সভাপতি মৌঃ জাকারিয়া ফারুকী বক্তব্য রাখেন।
উক্ত মাসিক সমন্বয় সভায় মৌঃ ইদ্রিস কুতুবী,মৌঃ ইউছুফ কুতুবী,মৌঃ আবদুল কুদ্দুস,মৌঃ মুহাম্মদ ফারুক, মৌঃ রহিম উল্লাহ, মৌঃ এমএ আজিজুল হক সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা র্কাযক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা র্কাযক্রমের প্রকল্প দপ্তরের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রাক প্রাথমিক কোর্সে যে সব শিক্ষার্থী কোর্স সম্পন্ন করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের তথ্য ডাটাবেজ অফারে সংরক্ষণ করা এবং কেন্দ্রের আঙ্গিনায় কমপক্ষে দুটি করে গাছের চারা রোপন। জুমাবার প্রাক খুতবায় সন্ত্রাস,মাদক ও গুজবের বিরুদ্ধে জনসচেতনতামূলক বক্তব্য প্রদানের সিদ্ধান্ত হয় বলে জানান উপজেলা ফিল্ড সুফার ভাইজার মোঃ ইলিয়াজ রেজা।