কক্সবাজারের কুতুবদিয়ায় কুতুব আউলিয়া শামসুল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের উপদেষ্টা মরহুম মাষ্টার নাছির উদ্দিনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের উদ্যোগে অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত শোকসভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন।
কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সংঘের সভাপতি মোঃ রায়হান আহামেদর সঞ্চালনায় উক্ত শোকসভায় প্রধান বক্তা ছিলেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার বদরুল আনাম মুবিন, স্মৃতি চারণ বক্তব্য রাখেন কুতুব আউলিয়া শামসুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক মাষ্টার জাকারিয়া। পেকুয়া আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম,বড়ঘোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হোসাইন কাইমুল বশর, ব্যবসায়ী ইয়াছিন করিম, ইউপি সদস্য হাসিনা আক্তার বিউটি, মাষ্টার নেজাম উদ্দিন সংগঠনের প্রতিষ্টাতা ও পরিচালক হোসাইন শাখাওয়াত বশর বক্তব্য রাখেন।
এতে শামশু আলম, মোঃ জোবাইর, নজরুল ইসলাম, মোঃ মালেক, মোঃ রহিম,মোঃ শাহাজাহান, মোঃ আরফান, সংগঠনের সদস্য সাজ্জাদ ইকবাল, মেহেদি তানজিল, জনি, নুর হোসাইন, জিয়া উদ্দিন, মো রাকিব, মাঈন উদ্দিন, মোঃ জমির, মোঃ সাকিব, মোঃ হৃদয়, মোঃ তামিম, মোঃসোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষক নাছির উদ্দিনের কর্মময় জীবন তোলে ধরে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে তার অবদান অপরিহার্য ছিল। অমজাখালী এলাকার যুব সমাজকে নিয়ে তিনি যে মাদক ও জুয়া বিরোধী আন্দোলন গড়ে তোলেছিল তা অব্যাহত রাখার আহ্বান জানান।
শোকসভা শেষে মরহুম মাষ্টার নাছির উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলভী শাহ আলম।