ইয়াবা নয়, এবার রোহিঙ্গা মা-ছেলে স্বর্ণের বারসহ আটক
রোহিঙ্গারা সব সময় ইয়াবাসহ আটক হলেও এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে আটটি স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩০ জুলাই) উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জঙ্গল সলিমপুর থেকে আটটি স্বর্ণের বারসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম দেড় লাখ টাকা।
তিনি বলেন, বিকেল ৩টায় র্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই বিষয়ের বিস্তারিত জানানো হবে।