কুতুবদিয়ায় জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সমন্বয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে। আবাম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীপের অন্তত ৬টি স্বেচ্ছাসেবী সংগঠন একত্র হয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা সদর বড়ঘোপ সমুদ্র সৈকত, মুক্তমঞ্চ,ঝাউবাগান সহ বেশ কয়েকটি স্থানে পরিচ্ছন্নতায় এগিয়ে আসে।
আবাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ উল্লাহ বলেন, অপরূপ পর্যটন সম্ভাবনার দ্বীপ কুতুবদিয়ায় পর্যটকদের আকৃষ্ট করতে বিশাল সৈকতকে পরিষ্কার রাখার বিকল্প নেই। প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে যাবতীয় আবর্জনাসহ বিশেষ করে ক্ষতিকারক পলিথিন বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সবাই নিজ নিজ দায়িত্বে থেকে সাধারণ নাগরিকদের সচেতনার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ বলে জানান তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাব, ইউনাইটেড ব্লাড ব্যাংক, মানবিক টিম কুতুবদিয়া, মুছাসিকাদার পাড়া হেল্প ফর সোসাইটির সদস্যরা।