চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অস্ত্র ও কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। ধৃত আসামির নাম মো. আজম খাঁন (৩০) । সে হাটহজারীর গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির প্রয়াত মো. জামাল উদ্দিনের পুত্র।
সোমবার দিবাগত রাত ২টার দিকে রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ব্রিক ফিল্ড এলাকার লোহার ব্রিজ সংলগ্ন মমতাজ কটেজ অ্যান্ড কমাউন্ডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অস্ত্র বিক্রির জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন আজম। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি দোনলা অস্ত্র (এলজি) ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, বিক্রির জন্য অস্ত্র ও কার্তুজ নিয়ে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজম খাঁনের নামে হাটজারী থানায় হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৬ টি মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান ওসি।