কক্সবাজারের কুতুবদিয়ায় শীতকালীন দিবারাত্রি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বড়ঘোপ টিএন্ডটি মাঠে ফাইনাল খেলায় আল-আকসাহ ব্যাটমিন্টন দলের বিপক্ষে লড়াই করেন জোবায়ের রাসেল স্পোর্টিং ক্লাব।
জমজমাট ফাইনাল খেলায় জোবায়ের রাসেল স্পোর্টিং ক্লাব ২-০ সেটে জয়লাভ করেন।
জোবায়ের রাসেল স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় আকিব ও আরফাত এবং আক-আকসাহ ব্যাডমিন্টন দলের হয়ে খেলেন সাজ্জাদ ও আসাদ।
খেলা শেষে টিম ম্যানেজার ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরুষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
চ্যাম্পিয়ন দল জোবায়ের রাসেল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ জোবায়ের রাসেল জানান, ফাইনাল খেলা খুব প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ছিল, উভয় দলের খেলোয়াড় ভাল খেলেছে। যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অনলাইন আসক্তি থেকে বের করে আনতে কাজ করবে জোবায়ের রাসেল স্পোর্টিং ক্লাব।