মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৫ কর্মকর্তা আহত

মিরসরাইয়ে বিমান বাহিনীর পণ্যবোঝাই একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে ৫ কর্মকর্তা আহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯ টার দিকে মিরসরাই প্রাণিসম্পদ অফিসের সামনে ঢাকা-চট্টগ্রামমুখী অংশে চট্টগ্রাম এয়ারবেজ থেকে আসা বিমানবাহিনীর ৬ টন ওজনের একটি গাড়ি সোনাইমুড়ী যাওয়ার পথে মহাসড়কের পাশে উল্টে যায়। সকালে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় মহাসড়ক ভেজা ছিল এবং ব্রেক চাপায় গাড়িটি উল্টে এই দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় বিমান বাহিনীর একটি গাড়ি উল্টে যায়। এসময় ৩ জন সামরিক ও ২ জন বেসামরিক কর্মকর্তা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাড়ির ভেতর ৩ ব্যারেল ফুয়েল ও রেশন লোড ছিল। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন