চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো আয়োজিত সিহান কাপ ওপেন কারাতে চ্যাম্পিয়নশীপে অভূতপূর্ব সাফল্য অজর্ন করেছে খুলশী কারাতে একাডেমি। এতে খুলশী কারাতে একাডেমীর ১৮জন প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে ১৫জন প্রতিযোগী পুরষ্কার অর্জন করেছে।
বিজয়ীরা হলেন মোঃ জাওয়াদ কবির রাইমান, অর্পিউশ্রী বড়ুয়া, খন্দকার ফারাহ উলফাত তন্ময়ী, রোদেলা লাবিবা, জুবায়ের আহমেদ অপূর্ব, সত্যকি দেব সূর্য, বৃন্দা চৌধুরী রোদ, ইভা দেব, আজমাইরা চৌধুরী, মোঃ রুসাইদ হোসাইন, তাহিয়া ইসলাম, ফাইরুজ তাসনিম আনিশা, শ্রেয়া হাওলাদার, ফা লুল্লিমা ইউরিদ ও নুসাইবা ইসলাম।
খুলশী কারাতে একাডেমির প্রেসিডেন্ট লায়ন হুমায়ুন কবির বলেছেন, কঠোর পরিশ্রমের ফল আজকের এই অভূতপূর্ব অর্জন। এই পদক অর্জনের পেছনে ক্লাবের প্রধান প্রশিক্ষক সেনসি জয়জিত চৌধুরী, সহকারী প্রশিক্ষক ফরহাদ ও জাওয়াদ কবির রাইমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও এই অর্জনের জন্য প্রিয় ছাত্র /ছাত্রী ও তাদের অভিভাবিকাদের কাছে খুলশী কারাতে একাডেমি পরিবার কৃতজ্ঞ।