উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও খুন
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিল মোহাম্মদ নামের এক রোহিঙ্গাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ই/১২ এর শফি আলমের বসতঘরের সামনে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে।
নিহত রোহিঙ্গা যুবক হলেন, ১৫ নম্বর ক্যাম্পের ১১/ই-ব্লকের আবুল হাশিমের ছেলে দিল মোহাম্মদ (২৮)।
উখিয়া থানার ওসি ভারপ্রাপ্ত মোঃ শামীম হোসেন রাত ৯ টার দিকে জানান,জামতলী ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিল মোহাম্মদ নামের এক রোহিঙ্গাকে অজ্ঞাতনামা ১২/১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী ধাওয়া করে। পরে ১৫ এর ব্লক-ই/১২ এর শফি আলমের বসতঘরের সামনে দিল মোহাম্মদকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এসময় স্থানীয় লোকজন ভিকটিমকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল বৃদ্ধি করা হইয়াছে। অত্র সংক্রান্তে অভিযোগ/এজার প্রাপ্তী সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।