উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ​স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা লামা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর)বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো:মোস্তফা জাবেদ কায়সার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

কর্মশালায় উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা)মোহাম্মদ মামুনুর রহমান এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল । আরো বক্তব্য রাখেন লামা পৌরসভা মেয়র জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প ​​রাঙামাটির পরিক্ষণও মূল্যায়ন কর্মকর্তা হিজবুল বাহার ভূইয়া , উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদুল ইসলাম, উদ্যোক্তা নুর মোহাম্মদ মিন্টু ।

এ সময় উপস্থিতগণদের মাধ্যমে স্টেকহোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষী,মৎস্য খাদ্য সরবরাহ প্রতিষ্ঠান প্রতিনিধি, ইউএসআইডি, ওয়াল্ডফিস প্রতিনিধিসহ প্রমুখ।

আরও পড়ুন