উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাব মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা (সাব মাঝি)নেতাকে কুপিয়ে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের কোডেক স্কুলের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতা মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬ এর সাব-মাঝির দায়িত্বে ছিলেন।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকালে ক্যাম্পের কোডেক স্কুলের সামনে কতিপয় সন্ত্রাসীরা সাব-মাঝি মোহাম্মদ আইয়ুবকে (৩৫) কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, মোহাম্মদ আইয়ুব ক্যাম্পে আরসার সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ধারণা করা হচ্ছে, হয়তো তারাই তাকে হত্যা করেছে। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাম্পের বাসিন্দা আলী হোসেন জানান, মোহাম্মদ আইয়ুব ক্যাম্পে আরসা বিরোধী অবস্থানে সোচ্চার ছিলেন। এ কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়ভীতিতে রয়েছেন।

আরও পড়ুন