ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ
৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় কুতুবদিয়া উপজেলায় ফুটবল ও কাবাডিতে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ। রোববার ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ স্টেডিয়ামে উপজেলা পর্যায়ের হ্যান্ডবল,কাবাডি ও ফুটবল খেলার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে হ্যান্ডবল খেলায় ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল যৌথ চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে কাবাডি খেলায় কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়। বিকালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে হাই ভোল্টেজ ম্যাচে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিন হওয়ার গৌরব অর্জন করে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ।
ফাইনাল খেলা শেষে কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফের সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
কুতুবদিয়া আউলিয়া শামসুল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাস্টার জাকারিয়ার সঞ্চালনায় উক্ত খেলায় কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোরশেদুল আলম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউছুফ, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলম আজাদ, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল, উত্তরণ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা(ভারপ্রাপ্ত) জিগারুন নাহারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।