বান্দরবানের রুমায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা

গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে রুমা-বান্দরবান সড়কের অনেক জায়গায় ছোট-বড় পাহাড় ধ্বসে রাস্তা বন্ধ হয়ে যায়। এসব এলাকায় উদ্ধারসহ যান চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

বান্দরবানের রুমা’র আনসার ভিডিপ কর্মকর্তার নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী, রুমা জোন ও স্থানীয় লোকজনের সাথে আনসার ও ভিডিপির সদস্যরা রাস্তার মাটি সরানোর কাজে অংশগ্রহণ করে। তারাও কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছেন নিরলসভাবে।

এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রুমা উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং নিচু এলাকার লোকজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে বলে জানা যায়।

আরও পড়ুন