কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে ১০ দিন ব্যাপী উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট ) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে সমাপনী দিন উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভা:প্রা:) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেজাম উদ্দিন, উত্তর ধূরুং ইউনিয়ন দলনেত্রী হুছনে আরা, লেমশীখালী ইউনিয়ন দলনেতা হাফেজ মৌলনা মোহাম্মদ রাশেদুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন দলনেতা মোঃ হাছান, ভিডিপি সদস্য খোরশেদুল ইসলাম।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন, শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান,তিনি আরো বলেন, ১০ দিনের প্রশিক্ষনকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের অংশিদার হিসেবে বাংলাদেশ আনসার ও ভিডিপির সকল সদস্যরা এক হয়ে দেশের সকল প্রকার ভাল কাজের সহযোগীতা করার জন্য আহবান জানান তিনি।
পরে প্রশিক্ষণার্থী ৬৪ জনের হাতে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষনের সনদ ও অর্থ তুলে দেয়া হয়েছে।