উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে স্বামী-স্ত্রী আটক

উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সড়কে চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার সহ স্বামী স্ত্রীকে আটক করেছে । বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল পিপিএম-সেবা এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ রামু এলাকা হইতে বাসযোগে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্র পাচার করছে।

এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল পিপিএম-সেবা এর নেতৃত্বে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উখিয়া থানাধীন ৪নং রাজাপালং ইউপিস্থ ৯নং ওয়ার্ডের কুতুপালং সাকিনস্থ দারুল কোরআন ইসলামী মাদ্রাসার সামনে সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে টেকনাফগামী সরাসরি স্পেশাল সার্ভিস বাসে (রেজিঃ নং-১১-০৩১৫) তল্লাশী চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং ৫০ রাউন্ড তাজা গুলিসহ আব্দুল আজিজ (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগমকে আটক করতে সক্ষম হন ।

আটককৃত আজিজ কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আসামীরা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের জন্য এসেছিল।

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ।

আরও পড়ুন