কুতুবদিয়ায় বিভিন্ন হেফজখানার ছাত্রদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
সোমবার (২২ মে) দক্ষিণ ধুরুং হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে ৬ টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে একবেলা ভালো আহার ও মৌসুমি ফল বিতরণ করা হয়।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ উল্লাহ জানান, সোমবার উপজেলার ৬টি হাফেজিয়া মাদরাসার ৩ শতাধিক এতিম ছাত্রদের মাঝে মৌসুমি ফল কাঠাল,আম, আনারস, লিচু ইত্যাদি বিতরণ করা হয়। একই সাথে তাদেরকে একবেলা ভালো আহার দেয়া হয়।
এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তর ধুরুং হাসনান বিন সাবিত মাদরাসায় টয়লেট প্রস্রাবখানা প্রদান, কৈয়ারবিল এশাআতুল মহিলা হাফেজিয়া মাদরাসায় অগভীর নলকুপ, উত্তর ধুরুং ফুডার পাড়ায় নলকুপের জন্য প্রেসার মেশিন বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে ফাউন্ডেশনের সদস্য আব্বাছ উদ্দিন, কুতুবদিয়ার প্রতিনিধি ডেন্টিস্ট রহিম উল্লাহ, নুরুল আজম কুতুবী, সেজাউল করিম মনি, নুরুল হোছাইন, বিভিন্ন মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।