কুতুবদিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে শাকসবজির ক্রেড বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের মাঠে বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ ও কৃষি সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার জন্য কেয়ার বাংলাদেশের উদ্যোগে শাক-সবজির ক্রেট (ঝুড়ি) বিতরণ উদ্বোধন করেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমগীর মাতবর।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল আলম,ইউপি সদস্য, কেয়ার বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।