লামায় আম গাছ থেকে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
লামা উপজেলায় একটি গাছ থেকে মো. ফরিদুল আলম (৩২) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের ওয়াপদা এলাকার একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফরিদুল আলম ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মৃত নুর মোহাম্মদ ছেলে।
সূত্র জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে স্থানীয়রা ওয়াপদা এলাকার আম গাছের ডালের সাথে এক ব্যক্তির লাশ ঝুলতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলের ওই গাছ থেকে চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহযোগিতায় ফরিদুল আলমের ঝুলন্ত লাশটি উদ্ধার করে আজিজনগর ক্যাম্পে নিয়ে যায় পুলিশ।
এদিকে দিনের কোন এক সময় আম পাড়তে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফরিদুল আলমের মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফরিদুল আলমের লাশ দাপনের জন্য স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে, পাশাপাশি থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।