লামায় উপ-সহকারী মেডিকেল অফিসার মিলি’র ফাঁস লাগানো লাশ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার সায়েদা আক্তার মিলি গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ মে রবিবার) সকাল সাড়ে ১১টার সময়ে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে।
নিহত মিলি লামা পৌর সভার ৭ নং ওয়ার্ড এলাকার মো আবুল কালাম ও শিক্ষিকা রুপনা আক্তারের মেয়ে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা এখন বলা যাচ্ছেনা। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।