স্বাধীনতা ও জাতীয় দিবসে বাঁশখালী স্কয়ার ক্লিনিকের আলোচনা সভা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁশখালী স্কয়ার ক্লিনিকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহিঃবিভাগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় হাসপাতালের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ মোহাম্মদ শফি উল্লাহ এর সভাাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শওকতুজ্জামান।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ্ আল রাকিব, ডা. মারিয়া রহিম রীয়া, স্কয়ার ক্লিনিকের ম্যানেজার শিব্বির আহমদ রানা প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনোলজিস্ট তৌহিদুল ইসলাম, মার্কেটিং অফিসার জসিম উদ্দীন, রুনা আক্তার, উছমিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ফ্রি চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি সেবা গ্রহণকারী রোগীদের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে স্বাধীনতা ও রমজান মাস উপলক্ষে ৪০% ছাড় ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।