স্বাধীনতা ও জাতীয় দিবসে সীতাকুন্ড বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠন সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা ।
রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সজযোগী সংগঠন সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।
সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দীন আশরাফের পরিচালনায় ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা: কমল কদরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জহুর আলম জহুর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মো: সুজা উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুব দলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাব উদ্দীন রাজু,জেলা যুবদলের সহ সভাপতি মো: ইসমাইল, আবু সিদ্দিক বাল্লা, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান হিরু, সৈয়দ আনোয়ারুর আজীম মুকুল, বাবু জিতেন্দ্র নারায়ণ নাটু, পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দীন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, উপজেলা মৎসজীবী দলের আহবায়ক মো: ইলিয়াস, সীতাকুণ্ড উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ব্যারিষ্টার সাব্বির মো: শাকিল।