চট্টগ্রামের পটিয়ায় ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেনির ছাত্রী। নিখোঁজ শিক্ষার্থীর বাড়ী কুসুমপুরা ইউনিয়নে। ।
জানা যায়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার রোডের পটিয়ার শান্তির হাট থেকে পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকায় খালার বাসায় রওয়ানা দেয়। কিন্তু সে খালার বাসায় না পৌঁছালে অভিভাবকরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়েটির কোন সন্ধান পায়নি।
পরে মেয়েটির মা পটিয়া থানায় অভিযোগ দিয়েছেন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন। আশংকা করা হচ্ছে কোন অটোরিক্সা চালক মেয়েটিকে পৌঁছে দেয়ার কথা বলে অপহরণ করে নিয়ে গেছে।