নৌকা থেকে ছিটকে পড়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৪৮) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নং ওয়ার্ডের মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে।
স্হানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, কালুরঘাট ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় নদীতে প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদী পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন নদীর স্রোতে তলিয়ে গেছেন।
উদ্ধার হওয়া যাত্রীর নাম নূর কাদের (৩৮)। তিনি বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লাচর এলাকার ছবুর আহমদের ছেলে।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন,কালুরঘাটে ফেরিতে করে শহর অংশ থেকে বোয়ালখালী অংশে পারাপারের সময় দুই ব্যক্তি নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও অন্যজন নদীর স্রোতে তলিয়ে যায়। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে নৌপুলিশ অবস্থান করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।কালুরঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।