হাটহাজারীতে মানবজমিন পত্রিকার রজত জয়ন্তী উদযাপন

‘এসো মিলি প্রাণের উৎসবে’ মানবজমিন পত্রিকার রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে খতমে কোরআন, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৪শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় হাটহাজারী উপজেলা মিলনায়তনে মানবজমিন পত্রিকার দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও এতিমখানায় খাবার বিতরণ, উৎসবমুখর পরিবেশে কেক কাটা, আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম-০৫ (হাটহাজারী, বায়োজিদ- আংশিক) সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

তিনি বলেন, ৮৪ সাল থেকে মতিউর রহমান সাহেবের সাথে আমার পরিচয়। তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। একটি নিউজ পেপার দেশের সমস্যা সমাধান করতে পারে। আমরা গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা বিশ্বাস করি।গণমাধ্যম ছাড়া একটা দেশ একটা জাতি বাঁচতে পারেনা। হাটহাজারীর ব্যাপারে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবেদন করতে হবে।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি আরও বলেন, ৯০’র দশকে গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে রাজনৈতিক অঙ্গন অনেক উত্তপ্ত ছিল। কিন্তু পত্রিকার প্রচারণার কারণে জনমত পরিবর্তন হয়ে এই সমস্যার সমাধান সম্ভব হয়। একটা দেশের চর্তুথ স্তম্ভ হলো গণমাধ্যম। একটি দেশের সরকার অনেক শক্তিশালী। জনগণ সরাসরি সরকারের কাছে পৌঁছাতে পারেনা। গণমাধ্যম ও পত্রিকার মাধ্যমে জনগণ সরকারের কাছে পৌঁছাতে পারে। গণমাধ্যম ও পত্রিকা ছাড়া একটা সমাজ চলতে পারেনা। সমাজের বিভিন্ন অসঙ্গতিপূর্ণ কার্যক্রম মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব পালন করে গণমাধ্যম। সমাজকে সুন্দর ভাবে চালাতে হলে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে। তাহলে সমাজের ৮০% সমস্যা সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে মানবজমিন পত্রিকা বেশ অবদান রাখছে। জনমত পরিবর্তন করে সমাজকে পরিবর্তনের দিকে এগিয়ে নিতে মানবজমিন পত্রিকা বেশ কাজ করছে। এজন্য এই পত্রিকাকে আমি ধন্যবাদ জানাই।

মানবজমিন হাটহাজারী প্রতিনিধি মো. আবু শাহেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) মুহাম্মদ নিয়াজ মোর্শেদ। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মহসীন।

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (আমার কাগজ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ছিপাতলী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আহসান লাবু। মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন খান সুমন। হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ খাঁন। উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোরশেদ। পৌরসভা কাউন্সিলর মোঃ জাফর। পৌরসভার সহায়ক কমিটির সদস্য আলহাজ্ব এস.এম রফিকুল ইসলাম। আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও পৌরসভার সহায়ক সদস্য মোঃ নাজিম উদ্দিন। মুক্তিযোদ্ধা সন্তান মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী। সমাজসেবাক ও ক্রীড়ানুরাগী মোঃ কায়ছার হামিদ।

উক্ত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, চাকসুর সাবেক ভিপি, বিজিএমইএ প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সিনেট ও সিন্ডিকেট সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ -সভাপতি রেজাউল করিম বাবু, হাটহাজারী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন, হাটহাজারী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্নআহবায়ক খোরশেদুল আলম। এতে আরো ফুলের শুভেচ্ছা জানান, হাটহাজারী ওয়ান ডায়গনিক সেন্টারের এমডি মোঃ শাহেদুল আযম শাহেদ, চেয়ারম্যান মোঃ সোহেল, মোঃ ইলিয়াছ ইলু, মোঃ মঈনুউদ্দিন শিবু।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী বাংলা বাড়ির পরিচালক মাওলানা মোঃ ইসতিয়াক সিদ্দিকী, দৈনিক আমাদের সময় পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি জাহিদ হাসান সবুজ, আমার সংবাদ চবি প্রতিনিধি আজিম সাগর, মানবজমিন চবি প্রতিনিধি মোঃ সুমন বায়জিদ। মানবজমিন হাটহাজারী উপজেলার সাবেক প্রতিনিধি কেএম মঞ্জুরুল হক জাহেদ, হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ (ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (সমকাল), হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম.এ. বাশার (নয়াদিগন্ত), হাটহাজারী উপজেলার সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ (নয়া বাংলা), হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ মিন্টু (ইনকিলাব) ও সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন (যায়যায়দিন), মোঃ আবুল মনছুর (অধিকার), সুমন পল্লব (নবচেতনা), এইচএম এরশাদ (একুশের বাণী), মোঃ আবু নোমান (জনবাণী), মোঃ ওসমান গনি (তৃতীয় মাত্রা), সাহাবুদ্দীন সাইফ (আমার সংবাদ)সহ পত্রিকার পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।