চন্দনাইশে ৫ প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা

চন্দনাইশ উপজেলার খাঁনহাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ প্রতিষ্টানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারী ) বিকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যাচাই করেন।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অনুমোদনহীন পণ্য বিক্রয় করায় হাজী জালাল উদ্দীন ষ্টোরকে ৫ হাজার, গণি ষ্টোরকে ২ হাজার, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় টাইম আউট রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, ঢাকা মিষ্টি মুখকে ৩ হাজার টাকা, বিক্রীত পণ্যে মেয়াদ উত্তীর্ণ ও তারিখ না থাকায় খাজা বেকারীকে ৫ হাজার টাকাসহ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন