দোহাজারীতে হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক

দক্ষিণ চট্টগ্রামের বানিজ্যিক উপশহর দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে হাজারী শপিং সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মো. লোকমান হাকিমের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মার্কেটের সত্বাধিকারী এডভোকেট তুষার কান্তি সিংহ হাজারী।

উদ্বোধক ছিলেন হাজারী শপিং সেন্টারের অন্যতম সত্বাধিকারী বাবু মনোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, হাজারী শপিং সেন্টারের অন্যতম সত্বাধিকারী অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এমএ রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, অর্থ সম্পাদক মামুন।

নবনির্বাচিত আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন নিরবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাজ্জাদ আলী, আমিনুর রশিদ ও নুর মোহাম্মদ, নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সহ-সভাপতি এসএম মুছা, সামশুল আলম, সাধারণ সম্পাদক মুহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ ইমন, দপ্তর সম্পাদক দিলদার হোসেন প্রমূখ।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।
প্রসঙ্গতঃ- গত ২১জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বর্তমান সভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, অর্থ সম্পাদক রতন দাশ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, দপ্তর সম্পাদক মো. দিলদার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওয়াজেদ, সহ-অর্থ সম্পাদক অজয় বিশ্বাস সনজয়, সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি পদগুলোতে জয়লাভের জন্য ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে ১৩৩জন ভোটার গোপন ব্যালটের ভোটের মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে মো. হারুনুর রশিদ সহ-সভাপতি পদে এসএম মুছা ও মো. শামশুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মুহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক সৈকত দাশ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক পদে মো. নুরুল হুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদ ইসলাম জিকু, কার্যকরী সদস্য পদে উজ্জল চক্রবর্তী, নাছির উদ্দীন, রুবেল কান্তি দে, মো. হাবিবুর রহমান হাবিব ও সুকান্ত বিশ্বাস মনি নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন