চট্টগ্রামের কর্ণফুলীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফকিনীর হাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কর্ণফুলী শাখা আয়োজিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রাখাল চন্দ্র নাথের সঞ্চালনায় উদ্বোধন ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, প্রধান বক্তা দক্ষিণ জেলার র সাধারণ সম্পাদক এড.প্রদীপ কুমার চৌধুরী, বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শ্রী তাপস হোড়, সহ সভাপতি এড. চন্দন বিশ্বাস, সহ সভাপতি শ্রী সুভাষ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান তাপস কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক শ্রী তাপস দে, সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ, সাজিব বৈদ্য, অর্থ বিষয়ক সম্পাদক সঞ্জয় দে, সদস্য শ্রী প্রণব দাশ গুপ্ত।