পুনরায় বিদেশ যাওয়া হলোনা আজগরের, দুর্ঘটনা কেড়ে নিলো প্রাণ
চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোঃ আজগর হোসেন (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছে। বুধবার (১ ফেব্রæয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশখালী প্রধান সড়কের গুনাগরিস্থ এ গণি প্লাজার উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মোঃ আজগর হোসেন উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড এলাকার শিব্বির আহমদের ছেলে। তিনি বিদেশ ফেরত প্রবাসী।
শীলকূপ ইউপির ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ নুরী জানান, ‘বিদেশ গমণের উদ্দ্যেশ্যে নতুনভাবে পাসপোর্ট তৈরি করতে সকালে সে চট্টগ্রাম শহরে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুণাগরি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান জানান, বাঁশখালী ছেড়ে শহরের দিকে যাওয়া সিএনজি চালিত অটোরিক্সার সাথে শহর থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজগর হোসেন গুরুতর আহত হয়। অবস্থা গুরুতর হলে ঘটনাস্থল থেকে তাকে চমেক প্রেরণ করা হয়। তিনি সেখানে মৃত্যুবরণ করে বলে জানা যায়।