দোহাজারী পৌরসভায় পটিয়া তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০৪১ এর লক্ষ ও অর্জনসমূহ প্রচার উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পটিয়া তথ্য অফিসের আয়োজনে বুধবার (১১ জানুয়ারি) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে গৃহিনীদের নিয়ে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটিয়া তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহ্ আলম মেম্বার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য খায়রুল বশর, রোকেয়া বেগম, হাজারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সমাজসেবক আব্দুল মোনাফ প্রমুখ।

মহিলা সমাবেশে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগ, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মানব পাচার, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য এবং তথ্য অধিকার প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। এসময় দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন