চন্দনাইশের ইউএনও নিজেই শীতবস্ত্র নিয়ে হাজির হচ্ছেন অসহায়দের মাঝে
হাড় কাঁপানো কনকনে শীতের রাতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে নেই। গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থ্যবানরা। কিন্তু চরম বিপাকে পড়েছে ভবঘুরে, আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী, নিন্ম আয়ের অসহায় ও ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতায় কাঁপছে তারা। বিশেষ করে, বয়োজ্যেষ্ঠ ও শিশুরা চরম বিপাকে পড়েছে। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে গরম ও উষ্ণ শীতবস্ত্রের জন্য হাহাকার করে এসব শীতার্তরা। এমতাবস্থায় এসব অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে মাঝরাতে দরজায় কড়া নেড়ে আশ্রয়ন প্রকল্পের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
বুধবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ দিয়াকুল এলাকায় আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র নারী, শিশু ও পুরুষের মধ্যে তিনি কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, খানপ্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন প্রমূখ।
এর আগে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে হাশিমপুর ইউনিয়নে, রবিবার (৮ জানুয়ারি) রাতে বৈলতলী ও বরকল ইউনিয়নে, সোমবার (৯ জানুয়ারি) রাতে কাঞ্চনাবাদ ইউনিয়নস্থ আশ্রয়ন প্রকল্পে কম্বল বিতরণ করেন।
শীতার্ত মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, “কিছুদিন যাবত কনকনে শীত জেঁকে বসেছে। অনেক অসহায় ও হতদরিদ্র মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। তাদের শীত নিবারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া কম্বল বিতরণ করছি। সমাজের অসহায়, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের সেবা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরকার আমাকে পাঠিয়েছেন। কিছু ভালোবাসা, কিছু মায়া দায়িত্ব পালনের অনুপ্রেরণা বাড়ায়।