চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সের অতিরিক্ত গ্যাস মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতসহ সড়কপথ দখল করে দোকান স্থাপন ও মালামাল রাখার দায়ে সর্বমোট ২০ দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৩জানুয়ারী) বেলা ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত সময়ে উপজেলার জলদি, বৈলছড়ি বাজার, রামদাস-মুন্সিরহাট ও গুণাগরী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় হাইওয়েতে গ্যাস সিলিন্ডার রাখা ও লাইসেন্সের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করায় বৈলছড়ি কেবি সড়কস্থ আলীম এন্ড সন্সকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুুত, পরিবেশন, পঁচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে গুণাগরীস্থ জনপ্রিয় হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় রাস্তা দখল করে দোকান স্থাপন ও দোকানের মালামাল রাস্তার পাশে রেখে যান চলাচলে বিঘœ ঘটানোর দায়ে ১৮টি দোকানকে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান সড়ক দখল করে ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান সরিয়ে নিতে সময় বেঁধে দেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।