আনোয়ারায় অগ্নিকান্ডে পুড়লো ৫ বসতঘর
চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের তাতুয়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায়, রাত দুইটার দিকে মোঃ ফোরকানের বসতঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো ৪টি বসতঘরে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ফোরকান, আবুল কালাম বাঁচা, আবু সিদ্দিক, আবুল বশর, মুসলেম উদ্দীন, এখলাস মিয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া জামাল, নাসির উদ্দিন, বাবুল হক, নাজিম উদ্দিন, হাসেমের বসতঘরের কক্ষও ক্ষতিগ্রস্থ হয়। এতে আনুমানিক ১৫লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।
আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার কামরুল ইসলাম জানান, আমাদের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহুর্তে বলা যাচ্ছে না।