এপেক্স ক্লাব অব পটিয়ার চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া এর চার্টার সার্টিফিকেট প্রেজেন্টেশন অনুষ্ঠান পটিয়া উপজেলার নোঙর রেস্টুরেন্টে সন্ধ্যায় ক্লাব এর ফাউন্ডার ও চার্টার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া এর সভাপতিত্বে, ফাউন্ডার ও চার্টার সেক্রেটারী লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু জাফর চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান রহুল মঈন চৌধুরী। এন আই আর ডি এপেক্সিয়ান ডঃ এস এম হাসান আলী, এন ওয়াই সিডি এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান, চট্টগ্রাম জেলা গর্ভনর এপেক্সিয়ান কামাল পাশা, লাইফ মেম্বার হাবিবুর রহমান, এপেক্স ক্লাব অব নীলাচল এর ফাস্ট প্রেসিডেন্ট নিলাধন,এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, এক্সপেনসন ডিরেক্টর মোরশেদুর রেজা সবুজ, মেম্বার এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর আব্দুল্লাহ ফারুক রবি, ফেলোশীপ এন্ড পাব্লিক রিলেশন ডিরেক্টর ওমর ফারুক চৌধুরী,পাব্লিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর মোরশেদুল আলম,পটিয়া সেন্ট্রাল হসপিটাল এর ডিরেক্টর জসিম উদ্দিন, পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ও সাংবাদিক সঞ্জয় সেন , ক্লাব মেম্বার সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী, আরাফাতুর নূর, আরফাতুর রহমান, জয়নাল আবেদীন, রেখা দাস মেম্বার, মীর এরশাদুর রহমান, খোরশেদ আলম, আবু সায়েম, মোহাম্মদ ইউসুফ , তসলিমা আক্তার মেম্বার, আওরঙ্গজেব টিটু প্রমুখ।
এতে বক্তারা বলেন, পৃথিবীর সকল কাজের শেষ্ঠ কাজ হল মানব সেবা। এপেক্স ক্লাব পটিয়া এগিয়ে চলছে দায়িত্বশীল কাজের মাধ্যমে মানুষের কল্যাণে। আগামীতে আরও বেশি কাজের মাধ্যমে অর্জনকৃত এ সফলতাকে সামনে এগিয়ে নিতে সকল এপেক্সিয়ানকে একযোগে কাজ করার আহবান জানাচ্ছি।