শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : ড.নাজমুল আহসান কলিমুল্লাহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বেসরকারি নির্বাচন পর্যবেক্ষন সংগঠন জানিপপ এর চেয়ারম্যান ড.নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প ২০৪১ এ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ ইন্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সীমান্তের অতন্দ্র প্রহরী (অবসরপ্রাপ্ত) কল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহবান জানান।

সাবেক বিডিআর বর্তমান বিজিবির অবসরে যাওয়া সংগঠনের সদসদ্যদের উদ্দেশ্যে ড.কলিমুল্লাহ বলেন, আমাদের এখন পেছনে ফেরার সময় নেই। আগে কে কি করেছে এ নিয়ে ভাববার সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আপনারা সীমান্তের অতন্দ্র প্রহরী ছিলেন। আপনাদের মধ্যে যে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শ আছে তা পরের প্রজন্মের মাঝে বিলিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগের বিশ্বে এনালগ অচল তাই আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তাই শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছেন, যাতে আমাদের সন্তানরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে না যান। তাই আপনাদের দেশপ্রেমের আলো নিজ পরিবার হতে সমাজ ও রাষ্ট্র গঠনে আলোকিত করতে হবে।

তিনি সীমান্তের অতন্দ্র প্রহরী পরিবার কল্যাণ সমিতি গঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা সৈনিক ছিলেন, অবসর নিলেও দেশ গঠনে আপনাদের এখনও কাজ করে যেতে হবে। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্ব মন্দা অর্থনীতির মধ্যেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান জামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী ওমর ফারুক প্রমুখ।

সীমান্তের অতন্দ্র প্রহরী পরিবার কল্যাণ সমিতির প্রতিষ্ঠা উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ১৯৭১ এ মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এর পরিবারের সদস্যদের সংবর্ধিত ও সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান জামাল, সংগঠন প্রতিষ্ঠার ৭টি আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন। যার মধ্যে রয়েছে সংগঠনের সদস্য ও সন্তানদের বেকারত্ব দুর করা, অসহায় কন্যাদায়গ্রস্ত পরিবার গুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া,পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে তাদের সহযোগিতা ও পাশে দাড়ানো,অসুস্থ সদস্যদের সুচিকিৎসার ব্যবস্থা ও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, যেহেতু আমরা অবসরপ্রাপ্ত সৈনিক তাই রাষ্ট্রের প্রয়োজন মোতাবেক সরকারের কাজে সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত থাকা, রাষ্ট্রীয় ও জাতীয় দিবসগুলো সংগঠনের পক্ষ থেকে উদযাপন ও পালন করা এবং সংগঠনের উদ্যোগে বা সংগঠনের আর্থিকভাবে স্বচ্ছল সদস্যের ব্যবসার লভ্যাংশ হতে ১০% অর্থ পরিবার কল্যাণ সমিতির ফান্ডে জমা করা। মূলত এই সাতটি উদ্দেশ্য নিয়েই সীমান্তের অতন্দ্র প্রহরী(অবসরপ্রাপ্ত) পরিবার কল্যাণ সমিতি গঠন করা হয়।

আরও পড়ুন