এপেক্স ক্লাব অব পটিয়া’র ত্রাণ বিতরণ
চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া চন্দনাইশ,দোহাজারী সাতকানিয়ার, কেরানীহাট মৌলভীর দোকান, তেমহনী, এলাকায় বন্যায় মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। পানিবন্দী অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিশুদ্ধ পানিসহ খাবার নিয়ে পাশে দাড়িয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম,সেক্রেটারী এন্ড ডিএনএ এডিটর এপেক্সিয়ান লিয়াকত আলী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন, পরিচালক মোরশেদুর রেজা সবুজ, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান এরশাদুর রহমান, চট্টগ্রাম এপেক্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাইফুল রহমান চৌধুরী , মোসলেম উদ্দিন,মিডিয়া ব্যাক্তিত্ব নাফিজ করিম চৌধুরী, জহির উদ্দিন, মোহাম্মদ আরিফ, গোমামুর রহমান আকিল প্রমুখ।
এতে এপেক্সিয়ানরা বলেন প্রবল ভারী বষর্নের ফলে দক্ষিণ চট্টগ্রামের অনেক জায়গায় এখনো পানিবন্দী হয়ে আছে মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে তাদের। পটিয়া এপেক্স ক্লাব মানুষের এমন দূর্ভোগে সকল সদস্যর সহায়তায় তাদের পাশে দাড়িয়েছেন। বিত্তবান ও সামর্থ্যবানদেরকে দুর্গত মানুষের পাশে দাড়ানোর আহবান জানানো হয়।