বিজয় দিবসে সীতাকুন্ড যুবদলের বিজয় র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সীতাকুণ্ড উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সীকাকুণ্ড ফকিরহাট বাজার থেকে এক বিজয় র্যালি বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলা পরিষদস্থ শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করেন ।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিমের নেতৃত্বে মহান বিজয় দিবসের র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উওর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সহ সভাপতি ইসমাইল হোসেন, লোকমান হোসেন, আবু সিদ্দিক বাল্লা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাহাব উদ্দিন রাজু, পৌরসভা যুবদলের আহবায়ক অমলেন্দু কনক, সদস্য সচিব জিয়া উদ্দিন, ছলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সোনাইছড়ি যুবদলের সভাপতি আরমান সোহেল,বাঁশবাড়ীয়া যুবদলের সভাপতি কাজী বদর উদ্দিন, বাড়বকুণ্ড যুবদলের সভাপতি নুরুন নবী সাইফুল, মুরাদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আবু জাফর, বারৈয়াঢালা যুবদলের সভাপতি আবু ছালেক, সৈয়দপুর যুবদলের সভাপতি মনছন আলী, ইউনিয়ন সমুহের সাধারণ সম্পাদকগণ যথাক্রমে বাবুল বাহাদুর শাস্ত্রী, আবদুল মান্নান, মোঃ রাসেল, নাছির উদ্দীন, আলা উদ্দিন, কামরুল হাসান, মুমিন উদ্দিন মিন্টু, যুবদল নেতা ইমতিয়াজ উদ্দিন ইমতু, মঞ্জুর হোসেন, মোঃ মোহসিন, শওকত আলী, ইকবাল হোসেন, নুরুজ্জামান খোকন, মাহমুদুল হাসান বাদল প্রমূখ।
এসময় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন দেশেও আজ মানুষ পরাধীন। মানুষের মৌলিক অধিকার আজ শাসক শ্রেণীর কাছে লুন্ঠিত। মানুষের কন্ঠরোধ করে দুর্নীতি আর পেশী শক্তির মাধ্যমে বিরোধী দলকে দমন করে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। বাংলাদেশকে অর্থনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে পঙ্গু করে তারা নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া। তাই বিরোধী মতকে দমন করতে মিথ্যা মামলা ও হয়রানী অব্যাহত রেখেছে। নেতৃবৃন্দ সীতাকুন্ডের গণমানুষের নেতা আসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।